সংবাদ শিরোনাম:
গোপালপুরে ঝাওয়াল ইউনিয়নে সেনা সদস্যের বসতবাড়ীতে হামলা ও চাঁদা দাবি ভূঞাপুর পৌর শহরের বাসা-বাড়িতে বৃষ্টির পানি, পৌরবাসীর চরম দুর্ভোগ টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ১০ শহরের সাবলিয়ার বনফুল টাওয়ার নিয়ে পুলিশের সাবেক কন্সটেবল উজ্জল চক্রবর্তীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ভূঞাপুরে টাইলসের দোকানে চুরি, ল্যাপটপসহ নগদ টাকা লুটপাট  টাঙ্গাইলে ৬ ক্লিনিক ও ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়লো বসত ঘরের উপর; বৃদ্ধ নিহত, আহত ১০ বিএনপি’তে কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না: স্বপন ফকির
কালিহাতীতে একই পরিবারের ৩জন সহ আক্রান্ত ৪ ! সুস্থ ৭

কালিহাতীতে একই পরিবারের ৩জন সহ আক্রান্ত ৪ ! সুস্থ ৭

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী : কালিহাতীতে একই পরিবারের তিন জন সহ নতুন করে আরো ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। তারা হলেন, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ঘড়িয়া গ্রামের মনোয়ারা বেগম (৩৫), তার ছেলে মাহিম (৭), একই গ্রামের পূর্বের আক্রান্ত বন্যা আলমের ছেলে সিহাব (৮) এবং পাইকড়া ইউনিয়নের মুনদিয়া গ্রামের জামাল (৬৫)।

এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছে ৭ জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান।

আক্রান্ত মনোয়ারার স্বামীর সাথে মুঠোফোনে যোগাযোগ করে জানা যায়, পূর্বে তাদের বাড়ির বন্যা আলম করোনায় আক্রান্ত হওয়ার পর তার ছেলেসহ আমি আমার পরিবার নিয়ে আলাদাভাবেই ছিলাম। পরে ১৪ দিন পর সন্দেহ মিটানোর জন্য গত ৫ জুন কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আমাদের নমুনা পরীক্ষার জন্য দিয়ে আসলে কর্তৃপক্ষ গত ৮ জুন নমুনা গুলো ঢাকায় পাঠিয়ে দেন।

পরে ১৩ জুন রাতে তার স্ত্রী, ছেলে এবং বন্যা আলমের ছেলের ফলাফল পজেটিভ আসে। বর্তমানে সবাই সুস্থ আছেন। আক্রান্ত জামালের মেয়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করে জানা যায়, তার বাবা নমুনা দেওয়ার আগে ৭-৮ দিন জ্বর-ঠান্ডা জনিত সমস্যায় ভুগছিলেন।

পরে ডাক্তারের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ঔষধ খাওয়ালে পরিপূর্ণ সুস্থ না হয়ে কিছুটা কমায় গত ৫ জুন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গিয়ে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য দিয়ে আসলে ১৩ জুন রাতে ওই নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।

তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। আক্রান্ত ৪ জনই বর্তমানে সুস্থ থাকায় তারা হোম আইসোলেশনে থাকবে বলেও জানা যায়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840