প্রতিদিন প্রতিবেদক : কালিহাতী উপজেলার রতনগঞ্জ বাজারে চাঁদা না দেয়ায় এক ভাঙারী ব্যবসায়ীর দোকানে তালা দেয়ার অভিযোগে টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার (৯ মে) মামলা দায়ের করা হয়েছে।
রতনগঞ্জ বাজারের ভাঙারী ব্যবসায়ী মো. মীর কাউছার দায়েরকৃত মামলায় অভিযোগ করেন, নাগবাড়ী ইউনিয়নের সোমজানী গ্রামের মৃত আ. হকের ছেলে মো. আয়নাল হক ওই বাজারে ব্যবসা করতে হলে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় গত ২০ এপ্রিল(শনিবার) ৫-৬জন লোক সাথে নিয়ে ভয় দেখিয়ে দুইটি ১০০টাকা মূল্যমানের অলিখিত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নাম সাক্ষর লিখে নেয়। চাঁদা না পেয়ে তারা ব্যবসায়ী মো. মীর কাউছারের ভাঙারী দোকানে তালা লাগিয়ে দেয়।
মো. মীর কাউছার সাক্ষর নেয়া অলিখিত নন-জুডিশিয়াল দুইটি স্ট্যাম্প উদ্ধার ও ও চাঁদা দাবির প্রতিকার চেয়েছেন।