প্রতিদিন প্রতিবেদক,কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে পরকীয়া প্রেমিক প্রেমিকার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার রাজাফৈর পল্টন পাড়া গ্রামে একই রশিতে ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করে। প্রেমিক শাহজাহান ও প্রেমিকা আলেয়া বিবাহিত। তাদের বাড়ি পাশাপাশি থাকায় পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
নিহতরা হলেন, প্রেমিকা আলেয়া (৩৯) প্রেমিক শাহজাহান (৪১)। তাদের মধ্যে পরকীয়া প্রেমের সর্ম্পক ছিলো বলে স্থানীয়রা জানান। তারা দেড় মাস আগে বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে থাকে। বুধবার প্রেমিক শাহজাহান আলেয়াকে নিয়ে তার বাড়িতে উঠে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠে।
পরে আজমত ও কাসেম বৃহস্পতিবার রাতে সালিশের আয়োজন করার দায়িত্ব নেন বলে স্থানীয়রা জানান ।
নিহত আলেয়ার পিতা দেলোয়ার হোসেন বলেন, দেড় মাস আগে আমার মেয়েকে নিয়ে শাজাহান পালিয়ে যায়। গত বুধবার আলেয়া ও শাজাহান বাড়িতে আসলে শাহজাহানের শ্বশুরবাড়ির লোকজন মারধোর করে শাহজাহানের শালা ইয়াকুব আলীর ছেলে শিপন, খালেকের মেয়ে মিম, হাবিবুর এর স্ত্রী ঝর্না, শাহজাহানের জেটাস ইয়ারজান ও আজমত এবং কাশেম প্রেমিক শাজাহান ও প্রেমিকা আলিয়াকে এলোপাতাড়িভাবে মারধোর করে।শুক্রবার সকালে আলেয়ার পিতার গোয়াইল ঘরে তাদের ঝুলন্ত লাশ পাওয়া যায়।
কালিহাতী থানার ওসি সওগাতুল আলম জানান, তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।