মনির হোসেন কালিহাতী : “নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজস্ব খাতের আওতায় কালিহাতী উপজেলার বিভিন্ন সরকারি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৫৭ কেজি পোনা মাছ অবমুক্তকরণের অংশ হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বর পুকুরে ৩০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান,
কালিহাতী থানার অফিসার ইনচার্জ সওগাতুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, টাঙ্গাইল জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক নজরুল ইসলাম,
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভূঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা আখতার তামান্না, উপজেলা আওয়ামীলীগের সদস্য আসলাম সিদ্দিকী ভূট্টো ও পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার।