সংবাদ শিরোনাম:
গোপালপুরে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে খাবার বিতরণ টাঙ্গাইলে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে চার মিষ্টির দোকানে জরিমানা বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু টাঙ্গাইল হরিজন পল্লীতে পূজা নিয়ে মারামারি,গর্ভবতী নারীসহ আহত ৩ গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার 

কালিহাতীর শিশু‌ আছিয়া ধর্ষ‌ণের এক বছর পর চিকিংসাধীন অবস্থায় মৃত্যু

  • আপডেট : সোমবার, ১৭ জুন, ২০১৯
  • ৭৩৫ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কা‌লিহাতী‌তে ধর্ষ‌ণের এক বছর পর চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌ছে শিশু আ‌ছিয়া (৮) না‌মের এক শিশু।

সোমবার ভোর রা‌তে শিশুটি ঢাকায় আত্মীয়ের বাসায় মৃত্যু হয়। এর আগে গত বছ‌রের ৯ জুন শিশু‌টি‌কে ধর্ষণ ক‌রে উপ‌জেলার মালতী গ্রা‌মের তা‌য়েজ আলীর বখা‌টে ছে‌লে মাহবুব (১৮)।

জানা গে‌ছে, গত বছর ৯জুন ধর্ষক মাহবুব বি‌ভিন্ন প্র‌লোভন দে‌খি‌য়ে আছিয়াকে ডে‌কে তা‌দের বা‌ড়ি‌তে নি‌য়ে যায়। প‌রে এক‌টি ঘ‌রে নি‌য়ে তা‌কে ধর্ষণ ক‌রে। এতে সে গুরুত্বর অসুস্থ্য হ‌য়ে পড়‌লে টাঙ্গাইল সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।

পরে চি‌কিৎসক ধর্ষ‌ণের বিষয়টি শিশুটির প‌রিবার‌কে জানালে শিশুটির বাবা আশরাফ আলী বাদী হ‌য়ে একই গ্রা‌মের তা‌য়েজ আলীর ছে‌লেকে আসামী ক‌রে ধর্ষণ মামলা দা‌য়ের ক‌রেন।

এর আগে ধর্ষ‌ণের ঘটনা ধামাচাপা দি‌তে স্থানীয় প্রভাবশালীরা চাপ সৃ‌ষ্টি ক‌রে ব‌লে অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন শিশুটির প‌রিবার। প‌রে পু‌লিশ ধর্ষক মাহবুব‌কে গ্রেপ্তার ক‌রে কো‌র্টে প্রেরণ ক‌রে। এর কিছু‌দিন পর আসামী জা‌মি‌নে বের হ‌য়ে আসে।

শিশু‌ আছিয়ার নানা হযরত আলী খান জানান, ঢাকায় এক আত্মী‌য়ের বাসায় রেখে আছিয়াকে চিকিংসা করানো হচ্ছিলো। সোমবার ভোর রা‌তে আছিয়া ব্যাথা অনুভব ক‌রে ছটফট কর‌তে থা‌কে।

প‌রে হাসপাতা‌লে নেয়ার সু‌যোগ পাইনি তার আগেই সে মারা যায়। দুপু‌রের দি‌কে তা‌কে কালিহাতী উপ‌জেলার মালতী গ্রা‌মের বা‌ড়িতে আনা হয়। এরপর তার দাফ‌নের ব্যবস্থা করা হয় ।

টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লের অন‌স্টোপ ক্রাইসিস সেন্টারের প্রোগ্রাম অফিসার (পিও) মো: বাইজেদ জানান, সে সময় ধর্ষ‌ণের ফ‌লে তার ব্যাপক রক্তক্ষরণ হয়। এতে মলদার ও জনন অ‌ঙ্গ (যৌনা‌ঙ্গে) ছি‌ড়ে গি‌য়ে এক হ‌য়ে যায়।

এতে আট‌টি সেলাই করার পরও তার শারী‌রিক অবস্থা অবন‌তি হওয়ায় ওই সময় তা‌কে ঢাকা মে‌ডি‌কেল হাসপাতা‌লে পাঠা‌নো হয়। অবস্থার অবন‌তি না হওয়ায় এক বছর ঢাকায় অবস্থান ক‌রে চি‌কিৎসা নি‌চ্ছিল শিশু‌টি।

কা‌লিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হো‌সেন জানান, ধর্ষ‌ণের ঘটনায় সেই সময় ধর্ষক মাহবুব‌কে গ্রেপ্তার ক‌রে কো‌র্টে প্রেরণ করা হ‌য়ে‌ছিল। পু‌লি‌শের প‌ক্ষ থে‌কে আদাল‌তে চার্জশ‌ীট দেয়া হ‌য়ে‌ছে। বর্তমা‌নে মামলা‌টি বিচারাধীন র‌য়ে‌ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme