সংবাদ শিরোনাম:
মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে গণশুনানি টাঙ্গাইলে ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির আহব্বায়ক মানিক ও সদস্য সচিব মারুফ টাঙ্গাইলের মির্জাপুরে কৃষকদলের শান্তি সমাবেশ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে টাঙ্গাইলের ইউএনও প্রত্যাহার ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে ভাসানী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার দুর্নীতি আর অনিয়মের অভিযোগ পদত্যাগে বাধ্য হলেন টাঙ্গাইল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ কালিহাতীতে কলেজের জমি স্ত্রীর নামে দলিল করার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে টাঙ্গাইলে শিহ্মার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিহ্মোভ মিছিল ফারুক হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র মুক্তি বন্যার্তদের জন্য সদা-সর্বদা ছুটে চলেছেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা
গোপালপুরে দেনার দায়ে মুক্তিযোদ্ধার দেউলিয়া ঘোষণা

গোপালপুরে দেনার দায়ে মুক্তিযোদ্ধার দেউলিয়া ঘোষণা

প্রতিদিন প্রতিবেদক গোপালপুর : গোপালপুরে ঋণভারে জর্জরিত এক মুক্তিযোদ্ধা নিজকে দেউলিয়া ঘোষণা দিলেন। শনিবার স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলা, সাবেক ডেপুটি কমান্ডার মিনহাজ উদ্দীনসহ প্রায় ত্রিশজন মুক্তিযোদ্ধা এ সময় উপস্থিত ছিলেন।

গোপালপুর উপজেলার ভেঙ্গুলা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মন্টু একাত্তর সালে ৬ ও ৭ নং সেক্টরে যুদ্ধ করেন। তার মুক্তিবার্তা নং ০১১১৮০৯০৩৭০ এবং গেজেট নং ১৯১৮।

লিখিত বক্তব্যে তিনি জানান, একাত্তর সালে যুদ্ধের সময় তিনি দিন মজুরী করতেন। দেশ স্বাধীন হবার পর তিনি ঢাকায় রিকসা চালানো শুরু করেন। পরে বয়স সত্তর অতিক্রম করলে এবং আওয়ামীলীগ সরকারের আমলে ভাতা বাড়ানো হলে তিনি গ্রামে ফিরে আসেন।

তবে বাড়ি ভিটা না থাকায় ভাইয়ের বাড়িতে অটুলি থাকেন। ইতিমধ্যে চার ছেলে ও এক মেয়ের লেখাপড়া ও বিয়ে সাদীর জন্য আবদ্ধ হন। কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক, এনজিওএর মাইক্রোক্রেডিটসহ সুদখোর মহাজনী দেনার দায় সুদাসলে প্রায় বিশ লক্ষ টাকা।

মুদি দোকানের পুঁজি দিয়ে মহাজনী সুদের কিস্তি শোধ করায় ব্যবসাও বন্ধ। বর্তমানে তিনি মুক্তিযোদ্ধা হিসাবে সরকারি ভাতা পান ১০ হাজার টাকা। আর প্রতিমাসে এনজিও এবং মহাজনী দেনার কিস্তি দিতে হয় ৩০ হাজার টাকা।

কিস্তি পরিশোধে অসমর্থ হওয়ায় সুদখোর মহাজনরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। পুত্রদের কারোরই আর্থিক অবস্থা ভালো নয়। তারা বিপদের দিনে সহযোগিতা করছেন না। দেনার দায়ে তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন। এমতাবস্থায় নিজেকে দেউলিয়া ঘোষণা ছাড়া কোন গত্যন্তর ছিলেনা বলে আদালতের স্মরনাপন্ন হয়েছেন তিনি।

মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৭২ বছর বয়সী শহীদুলের শরীরের অবস্থাও ভালো না। দেনার দায়ে তিনি বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

দেনার যন্ত্রনা সইতে না পেরে তিনি একবার বিষপানে আত্মহত্যার চেষ্টাও করেন। দশ হাজার টাকার সরকারি ভাতাই এখন তার একমত্র সম্বল।

অসুস্থ স্ত্রীর খাওয়া ও চিকিৎসায় তা ব্যয় হয়ে যায়। তিনি অসহায় মুক্তিযোদ্ধা শহীদুলকে রক্ষায় দানশীল ব্যক্তি ও সরকারের উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840