প্রতিদিন প্রতিবেদক গোপালপুর : গোপালপুরে পরিবহন থেকে চাঁদা আদায় বন্ধের পুলিশি অভিযান ও মতবিনিময় সভা।
টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম এর নির্দেশে (১০ জুন) দুপুরে গোপালপুর উপজেলার বাস মালিক সমিতির কার্যালয়ের যানবাহনের বিভিন্ন ধরনের চাঁদা আদায় বন্ধের নির্দেশে পুলিশ প্রশাসনের সাথে ও উপজেলা বাস মালিক সমিতির, ট্রাক, সিএনজি অটো মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর থানা অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান, এসআই মো. মুকুল মিয়া, বাস মালিক সমিতির সম্পাদক মো.রফিকুল ইসলাম মুকুল,
ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল কিবরীয়া দুলাল সহ সিএনজি অটো মালিক সমিতির কর্মকর্তা ও শ্রমিক নেতৃবৃন্দ।
মতবিনিময় শেষে বিভিন্ন সিএনজি স্টেশনে ও বাস স্টেশনে হ্যান্ড মাইকে চাঁদা আদায় বন্ধ রাখা ও পরিবহন থেকে যাহাতে কোন প্রকার চাঁদা তোলা না হয় সেই বিষয়ে সতর্ক করা, এবং কোথাও কোন চাঁদা না দেওয়ার দিক নির্দেশনা দেওয়া হয়।