মো.নুর আলম গোপালপুর : গোপালপুরের বিভিন্ন মণ্ডপে আইন-শৃঙ্খলা বাহিনী ও আনসার-ভিডিপি মোতায়েন বিষয়ে গোপালপুর থানা পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৪ অক্টোবর) দুপুরে গোপালপুর থানায় আয়োজিত ব্রিফিংয়ে থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বদা সজাগ রয়েছে।
কারো কোন সমস্যা থাকলে সরাসরি গোপালপুর থানা নাম্বারে ও ৯৯৯ ফোন দেওয়ার আহ্বান জানান তিনি।
গোপালপুর উপজেলার সর্বমোট ৪৬ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটিতে ৭ জন করে মোট ৩০০ জন আনসার ভিডিপির নিরাপত্তাকর্মী এবং পুলিশের নিরাপত্তা টহল সর্বদাই থাকবে।
আরো বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি অফিসার মোজাফফর আলী, এ সময় উপস্থিত ছিলেন থানা সেকেন্ড অফিসার মো. সাদিকুর রহমান, ওসি তদন্ত কাইয়ুম খান।
সকল আইন শৃঙ্খলা বাহিনী ও আনসার ভিডিপি প্রতি তাদের নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানানো হয়।