প্রতিদিন প্রতিবেদক কালিহাতী: কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে চা দোকানদারকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। চেয়ারম্যানকে চা দিতে দেরি হওয়াতে চা বিক্রিতাকে ডেকে নিয়ে মারধর করে দোকান বন্ধ করে দেয় চেয়ারম্যান ও তার লোকজন। সোমবার সকাল ১১ টায় কালিহাতী উপজেলা দুর্গাপুর ইউনিয়নের পটল বাজারে ঘটনাটি ঘটেছে।
অভিযোগকারী চা বিক্রেতা বিল্লাল হোসেন টাঙ্গাইল প্রতিদিনকে জানান, সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌকিদার দিয়ে ৪ কাপ চা দিতে বলেন। চা দিতে দেরি হওয়াতে বিল্লালকে ডেকে নিয়ে ওই বাজারের জাহাঙ্গীরের দোকানের সামনে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে কিল ঘুষি লাথি ও গালে এলোপাথারী চরথাপ্পর মারেন।
এ সময় বাজারের লোকজন এগিয়ে এসে আমাকে ছাড়িয়ে নেন। পরে কালিহাতী হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা নেন চা বিক্রিতা বিল্লাল হোসেন। চেয়ারম্যান ও তার ভাই আঃ খালেক প্রমানিকসহ তার লোকজন আমার দোকান বন্ধ করে দেয়। চেয়ারম্যান আনোয়ার হোসেন হুমকি প্রদান করে বলে এ বাজারে তুই আর চা দোকানদারী করতে পারবি না।
বিল্লাল হোসেন টাঙ্গাইল প্রতিদিনকে আরো বলেন, এ ঘটনা পুলিশ ও সাংবাদিককে যদি জানাই তাহলে আমাকে এলাকায় থাকতে দেয়া হবে না । এ বিষয়ে বিল্লাল হোসেন কালিহাতী থানায় দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও তার ভাই আঃ খালেক প্রমানিককে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কালিহাতী থানা ওসি (তদন্ত) নজরুল ইসলাম টাঙ্গাইল প্রতিদিনকে জানান, তদন্ত পূর্বক প্রয়োজনীয ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মারধোর ও হুমকির ঘটনা অস্বীকার করে বলেন, আমার এলাকার ছেলে আমাকে চা দিবেনা এ কারনে ধমক দিয়েছি। আমি শাসন করতেই পারি।