প্রতিদিন প্রতিবেদক: উপজেলা দিবস উপলক্ষে টাঙ্গাইলে সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৩ অক্টোবর বিকেলে শহরের জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম ও জেলা শাখার আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস ছালাম চাকলাদার।
সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ফকির শাহ্ আলম এর অনুষ্ঠান সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- ছিলিমপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পোড়াবাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মারুফ হোসেন, কাকুয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাফেজ আনোয়ার হোসেন, মগড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, বাঘিল ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক ইউসুফ আল মামুন, গালা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, কাতুলী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন, ঘারিন্দার ইউনিয়ন জাতীয় পার্টির নেতা শওকত আলী প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।