প্রতিদিন প্রতিবেদকঃ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হলেন টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন।
বুধবার দুপুরে ঢাকা রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় তাকে শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা ঘোষনা করেন রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম, পিপিএম।
সম্প্রতি টাঙ্গাইলে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষনের চাঞ্চল্যকর ঘটনায় তাৎক্ষনিকভাবে আসামীদের গ্রেফতার করার কারনে তাকে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা ঘোষনা করা হয়।
এসময় তাকে রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুলাহ আল মামুন স্যার এর নিকট হতে সার্টিফিকেট ও মানিরিওয়ার্ড প্রদান করা হয়।
সদর ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন জানান, নিঃসন্দেহে আমার জীবনের অন্যতম একটি মুহুর্ত। প্রথম আমার এ সাফল্যের জন্য কৃতজ্ঞতা জানাই টাঙ্গাইল জেলার সুযোগ্য পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম স্যার কে যার বলিষ্ঠ নেতৃত্বে ও দিক নির্দেশনাই আমার সকল কাজের অনুপ্রেরণা। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আগামী দিন গুলিতে আরোও ভালো কাজ করতে পারি।