প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসনের আওতায় রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার ১৮ জুলাই দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে বাংলাদেশ সীড এসোসিয়েশনের উদ্যোগে বীজ বিতরণ করা হয়। বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান।
জেলা বীজ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি খোকন মিয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন, কোষাধ্যক্ষ আছাব আলী প্রমুখ। সদর উপজেলার ২০০ কৃষকের মাঝে দুই কেজি করে বীজ বিতরণ করা হয়।