প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে নানা আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা.মো.শরীফ হোসেন খান,
জেলা পরিষদের প্রধান নির্বাহী সুব্রত কুমার সিকদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফ উজ্জামান স্মৃতি,
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি, বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক বীর প্রতিক,
জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।