প্রতিদিন প্রতিবেদক: চাঞ্চল্যকর গৃহবধূ মন্টি ঘোষ হত্যার বিচার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসুচি পালন করেছে স্বজন ও এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে নিহতের বাবা , মা উজ্জলা ঘোষ, আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর শহরের সাহাপাড়া এলাকায় নববধু মন্টি ঘোষ কে শ্বাসরোধ করে হত্যা তরা হয়। এ ঘটনায় পরের দিন স্বামী রনি ঘোষকে প্রধান আসামী করে টাঙ্গাইল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা চিনিবাস ঘোষ।