সংবাদ শিরোনাম:

টাঙ্গাইলে চলছে ৫ম দিনের লকডাউন

tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমনের ঝুঁকি এড়াতে শনিবার (১১ এপ্রিল) টাঙ্গাইলে ৫ম দিনের মতো চলছে লকডাউন । লকডাউন কার্যকর করতে জেলায় ৫৪টি চেকপোষ্টে সর্বক্ষনিক পুলিশ নজরদারি করছে।

পুলিশের পাশাপাশি র‌্যাব ও সেনাসদস্যরা চেকপোষ্ট কার্যকরী করতে মাঠে কাজ করে যাচ্ছে। যাতে অন্য জেলায় কোন গণপরিবহন বা বাহিরের কোন ব্যক্তি শহরে প্রবেশ করতে না পারে। টাঙ্গাইলের প্রধান কাঁচাবাজারে পার্কবাজারে মানুষের উপচেপড়া ভীর। মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব। গাদাগাদি করে মানুষ বাজার করছে। এতে করে সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে।

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাঁচা বাজারের কিছু অংশ স্থানীয় ঈদগাহ মাঠে স্থানান্তর করা হলেও তা খুব বেশী কাজে আসছেনা।এতো কিছুর পরও ঠুনকো অযুহাত দেখিয়ে ঘর থেকে বের হচ্ছে সাধারণ মানুষ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840