সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত টাংগাইল শহরের ১৮ নং ওয়ার্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত নিয়ম বর্হিভূত ভাবে ভূঞাপুরে ৯কোটি টাকার জব্দ বালু ৫০ লাখে বিক্রি টাঙ্গাইলে সেফ লাইফ বাংলাদেশের ঈদ উপহার বিতরণ  বাসাইলে মানসিক ভারসাম্যহীন এক ভিক্ষুকে ধর্ষণের চেষ্টা; যুবককে গণধোলাই  টাঙ্গাইল সদর থানায় শ্রেষ্ঠ এসআই শ্রী রামকৃষ্ণ টাঙ্গাইলে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল  সংবাদ প্রকাশের জেরে ঘাটাইলে মানবজমিন প্রতিনিধির ওপর হামলা দায়িত্ব গ্রহণের তিন মাসেই দু’বার শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ সোনিয়া ফাউন্ডেশনের সোনিয়ার বিরুদ্ধে ভুক্তভোগী রোজিনার সংবাদ সম্মেলন 

টাঙ্গাইলে ছালেহা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ৫৮৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে চাঞ্চল্যকর ছালেহা হত্যাকারীর ফাঁসির দাবিতে মুক্তিযোদ্ধা, নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নিহত ছালেহার বাবা মুক্তিযুদ্ধের ১১নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছামাদ। তিনি অভিযোগ করেন, ছালেহা হত্যা মামলাটি আদালতে রায়ের অপেক্ষায় রয়েছে। যৌতুকের জন্য গৃহবধূ হত্যার ঘটনায় অভিযুক্ত ছালেহার স্বামী আশরাফুল আলম ছাত্তারসহ অন্যরা জামিনে মুক্তি পেয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা মামলাটি আপোষরফা করার জন্য মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ ও তার পরিবারকে চাপ ও হুমকি দিচ্ছে। ফলে নিহত ছালেহার পরিবার নিরাপত্তহীনতায় ভুগছে।

সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার খন্দকার আনোয়ার হোসেন, সাবেক সহকারী কমান্ডার মো. সোলায়মান মিয়া, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শামছুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, পৌর কাউন্সিলর কামরুল হাসান মামুন, নিহতের ছোট বোন সাবিহা আক্তার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. মাহমুদুর রহমান খান(বিপ্লব), সাধারণ সম্পাদক মো. রাশেদ খান মেনন রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যৌতুকের দাবি পুরণ না হওয়ায় ২০১২ সালের ১৮ আগস্ট গৃহবধূ ছালেহাকে অমানুষিক নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার পর সিলিংফ্যানের সাথে অর্ধঝুলন্ত অবস্থায় টাঙিয়ে রাখা হয়। এ ঘটনায় ছালেহার স্বামী, শাশুড়ি, প্রতিবেশি ইয়াকুব সহ অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে অভিযুক্ত করে নিহতের বাবা মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন। পুলিশের সুরতহাল রিপোর্টে ছালেহার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। ময়নাতদন্ত রিপোর্টে ছালেহাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme