প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ২৭ জন, নাগরপুরে ৪, দেলদুয়ারে ২, সখীপুরে ২, মির্জাপুর ৩, ঘাটাইল ৪ ও গোপালপুরে একজন নিয়ে মোট ৪৩ জন।
এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৩৫৫ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে তিন হাজার ৮৮৬ জন। এ পর্যন্ত জেলা মোট মৃত্যুবরণ করেছে ৬৮ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে টাঙ্গাইল করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে সর্বমোট ২২২ জন করোনায় আক্রান্ত রোগী ভর্তি হয়। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে ১৫৭ জন। উন্নত চিকিৎসার জন্য সর্বমোট রেফার্ড করা হয়েছে ৫৪ জনকে। বর্তমানে টাঙ্গাইলে জেনারেল হাসপাতালে ১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।