প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনাভাইরাস সংক্রমে আক্রান্ত ডেডিকেটেড ইউনিটে ভর্তিকৃত করোনা পজিটিভ ১১তম ও ১২তম রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তারা হলেন টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ধুবলিয়া গ্রামের আব্দুস সালাম (৫০) ও মির্জাপুর উপজেলার পহেরা গ্রামের মোঃ আঃ করিম (৫৯)।
সপ্তম ধাপে এনিয়ে টাঙ্গাইলে মোট সুস্থ হলেন বারজন ।
শুক্রবার দুপুরে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও মোঃ শফিকুল ইসলাম সজীব সুস্থ হওয়া রোগীদের হাতে ছাড়পত্র তুলে দেন।
উল্লেখ্য, এর পূর্বে মঙ্গলবার (২৬ মে) দুপুরে করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তিকৃত করোনা পজিটিভ ৭ম, ৮ম ,৯ম ও ১০ম রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তারা হলেন, গোপালপুর উপজেলার হাদিরা পূর্বপাড়া গ্রামের শিউলি (১৮), মির্জাপুর উপজেলার আজগানার তেলিনা গ্রামের হযরত (৪২), মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী ইউনুছ আলী (২৮) ও মির্জাপুর উপজেলার গোড়াই গ্রামের ভাড়াটিয়া (লালমনিরহাট) সুজন (২৫)।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মোঃ শফিকুল ইসলাম সজীব জানান, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তিকৃত আরো দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ইতিপূর্বেও প্রথম ধাপে দুইজন ও দ্বিতীয় ধাপে দুইজন, তৃতীয় ধাপে একজন ও চতুর্থ ধাপে একজন, পঞ্চম ধাপে চারজন এবং ষষ্ঠ ধাপে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এনিয়ে জেলার মোট বারজন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।