সংবাদ শিরোনাম:
গোপালপুরে ঝাওয়াল ইউনিয়নে সেনা সদস্যের বসতবাড়ীতে হামলা ও চাঁদা দাবি ভূঞাপুর পৌর শহরের বাসা-বাড়িতে বৃষ্টির পানি, পৌরবাসীর চরম দুর্ভোগ টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ১০ শহরের সাবলিয়ার বনফুল টাওয়ার নিয়ে পুলিশের সাবেক কন্সটেবল উজ্জল চক্রবর্তীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ভূঞাপুরে টাইলসের দোকানে চুরি, ল্যাপটপসহ নগদ টাকা লুটপাট  টাঙ্গাইলে ৬ ক্লিনিক ও ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়লো বসত ঘরের উপর; বৃদ্ধ নিহত, আহত ১০ বিএনপি’তে কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না: স্বপন ফকির
টাঙ্গাইলে নতুন ১৬ জন সহ করোনা আক্রান্ত ২৩৬

টাঙ্গাইলে নতুন ১৬ জন সহ করোনা আক্রান্ত ২৩৬

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের নতুন করে আরও ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৩৬ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুর উপজেলার আটজন, সদর উপজেলার চারজন, কালিহাতী উপজেলার তিনজন ও ঘাটাইল উপজেলার একজন রয়েছে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১ জুন পাঠানো ১৪৮টি নমুনার প্রাপ্ত ফলাফলে নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ২৩৫। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন আর মৃত্যুবরণ করেছেন ৫ জন।

এর পূবের্ নতুন ২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ২১৯ জন। এদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।

গত ২৯ মে ৭৯  জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এছাড়া ৩১ মে  ১৪৯ জনের নমুনা পাঠানো হয়। পরে শুক্রবার সকালে দুইদিনের নমুনার ফলাফল একত্রে আসে। এতে নতুন  ২৮ জন আক্রান্ত হয়।

নতুন আক্রান্তের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স, একজন মেডিকেল এসিস্ট্যান্ট এবং একজন মেডিকেল টেকনোলজিস রয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্য মতে, নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে কালিহাতীতে ৭ জন, মির্জাপুরে ৫, ভূঞাপুরে ২, সদরে ৬, গোপালপুরে ১, সখীপুরে ২, দেলদুুয়ারে ১ এবং নাগরপুর উপজেলায় ৪ জন। নতুন আক্রান্ত ২৮ জনের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স এবং দুইজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসক রয়েছেন। এর আগে ওই চিকিৎসকের স্বামী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) করোনায় আক্রান্ত হন। নতুন করে একই হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ১ জন সাবেক সেনা সদস্য এবং এক গার্মেণ্টকর্মী করোনায় আক্রান্ত হন। কালিহাতীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র নার্স এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট করোনায় আক্রান্ত হয়েছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান , ২৯ মে ৭৯ জনের নমুনা ৩১ মে ১৪৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। দুইদিনের নমুনার ফলাফল একত্রে আসে। এতে নতুন করে ২৮ জনের করোনা ভাইরাস পজেটিভ আসে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন এবং মারা যায় ৫ জন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840