সংবাদ শিরোনাম:
গোপালপুরে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে খাবার বিতরণ টাঙ্গাইলে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে চার মিষ্টির দোকানে জরিমানা বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু টাঙ্গাইল হরিজন পল্লীতে পূজা নিয়ে মারামারি,গর্ভবতী নারীসহ আহত ৩ গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার 

টাঙ্গাইলে নতুন ১৬ জন সহ করোনা আক্রান্ত ২৩৬

  • আপডেট : শনিবার, ৬ জুন, ২০২০
  • ১৬২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের নতুন করে আরও ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৩৬ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুর উপজেলার আটজন, সদর উপজেলার চারজন, কালিহাতী উপজেলার তিনজন ও ঘাটাইল উপজেলার একজন রয়েছে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১ জুন পাঠানো ১৪৮টি নমুনার প্রাপ্ত ফলাফলে নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ২৩৫। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন আর মৃত্যুবরণ করেছেন ৫ জন।

এর পূবের্ নতুন ২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ২১৯ জন। এদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।

গত ২৯ মে ৭৯  জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এছাড়া ৩১ মে  ১৪৯ জনের নমুনা পাঠানো হয়। পরে শুক্রবার সকালে দুইদিনের নমুনার ফলাফল একত্রে আসে। এতে নতুন  ২৮ জন আক্রান্ত হয়।

নতুন আক্রান্তের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স, একজন মেডিকেল এসিস্ট্যান্ট এবং একজন মেডিকেল টেকনোলজিস রয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্য মতে, নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে কালিহাতীতে ৭ জন, মির্জাপুরে ৫, ভূঞাপুরে ২, সদরে ৬, গোপালপুরে ১, সখীপুরে ২, দেলদুুয়ারে ১ এবং নাগরপুর উপজেলায় ৪ জন। নতুন আক্রান্ত ২৮ জনের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স এবং দুইজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসক রয়েছেন। এর আগে ওই চিকিৎসকের স্বামী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) করোনায় আক্রান্ত হন। নতুন করে একই হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ১ জন সাবেক সেনা সদস্য এবং এক গার্মেণ্টকর্মী করোনায় আক্রান্ত হন। কালিহাতীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র নার্স এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট করোনায় আক্রান্ত হয়েছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান , ২৯ মে ৭৯ জনের নমুনা ৩১ মে ১৪৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। দুইদিনের নমুনার ফলাফল একত্রে আসে। এতে নতুন করে ২৮ জনের করোনা ভাইরাস পজেটিভ আসে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন এবং মারা যায় ৫ জন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme