সংবাদ শিরোনাম:

টাঙ্গাইলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন

  • আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৫২২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে নারী ও শিশু প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশ গ্রহণে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সোমবার সকাল ১১টায় টাঙ্গাইল পৌরসভার আশেকপুর জোবায়দা উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক এর সহযোগিতায় ইলেভেনথ স্টার সোসাল অর্গানাইজেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

জোবায়দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উপমা ফারিসা।

এসময় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আশরাফী, এনজিও ফোরামের সমন্বয়ক শামীম আল মামুন, প্রজেক্ট ব্র্যাক গাউন্ডের ডিভিশনাল ম্যানেজার রাশেদা আক্তার , আশেকপুর জোবায়দা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান খান ও সদস্য মো. আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন । রওশন আরা লিলির পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আফাজ উদ্দিন। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme