প্রতিদিন প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে টাঙ্গাইলে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিশু একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এরপর আয়োজিত আলোচনা সভায় জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সহিদ উল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিঞা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফ উজ্জামান স্মৃতি, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক শামীম হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহরিয়া শারমিন। এসময় বিভিন্ন স্কুল-কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।