প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে জেলা প্রশাসনে কর্মরত ৩৫ জন কর্মকর্তা কর্মচারীকে রাজস্ব পদক প্রদান করা হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত বিশেষ রাজস্ব সম্মেলনে এ পদক প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারী কাদেরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান, জেলা সাবরেজিস্টার বোরহান উদ্দিন সরকার, সরকারি উকিল (জিপি) আনন্দ মোহন আর্য্য, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।