সংবাদ শিরোনাম:
গোপালপুরে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে খাবার বিতরণ টাঙ্গাইলে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে চার মিষ্টির দোকানে জরিমানা বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু টাঙ্গাইল হরিজন পল্লীতে পূজা নিয়ে মারামারি,গর্ভবতী নারীসহ আহত ৩ গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার 

টাঙ্গাইলে লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসন

  • আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৫৪৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : কঠোর লকডাউন বাস্তবায়নে টাঙ্গাইলে মাঠে নেমেছে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন। সোমবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের নিরালা মোড় এলাকায় যৌথ উদ্যোগে এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিনা কারণ ছাড়াই ঘরের বাইরে বের হওয়া মানুষদের সচেতন এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় কয়েকজনকে জরিমানাও করা হয়।

অভিযানের সময় জেলা প্রশাসক আতাউল গণি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহমুদ হাসান, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আতাউল গণি সাংবাদিকদের বলেন, লকডাউন বাস্তবায়নে জেলা পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সকলের সহযোগিতায় কাজ করা হচ্ছে। পুলিশের ৬ শতাধিক সদস্য, কয়েক প্লাটুন সেনাবাহিনী, ৩ প্লাটুন বিজিবি, র‌্যাব ৩ প্লাটুন এবং জেলা ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে। জনসমাগম হয় এমন এলাকায় ব্যবস্থা নেয়া হচ্ছে। এসব ব্যবস্থা নেয়ার ফলে বর্তমানে করোনায় মৃত্যুর হার কমে এসেছে। মানুষ যদি ধৈর্য সহকারে আর কিছু দিন কঠোর লকডাউন মানে তাহলে টাঙ্গাইল জেলা করোনা মুক্ত হবে বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, লকডাউন ফলে কর্মহীন হয়ে পড়া ব্যক্তিদের সহায়তা অব্যহত রয়েছে। প্রকৃত সুস্থ এবং অসহায় ব্যক্তিরা এ সহযোগিতা পাবেন।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, কঠোর লকডাউন নিশ্চিতে ৪৫টি স্থানে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে। এসব চেক পোস্টে লকডাউন নিশ্চিতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই যেতে দেখা হচ্ছে না। লকডাউন অমান্যকারীদের জরিমানা করা হচ্ছে। মূলক জনগণ সচেতন হলে করোনা বিস্তাররোধ করা সম্ভব হবে। করোনা বিস্তাররোধ সরকারের পক্ষ থেকে সে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা পুলিশ বদ্ধ পরিকর। আশা করছি আগের মতো এবার আমরা করোনা নিয়ন্ত্রণ রাখতে ভূমিকা রাখতে পারবো। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের শুরু থেকেই পুলিশ সদস্যরা তাদের জীবনের মায়া ত্যাগ করে কাজ করছে। যতক্ষন পর্যন্ত করোনা বিস্তার রোধ করা যাবে না ততক্ষণ পর্যন্ত পুলিশ মাছে কাজ করবে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme