প্রতিদিন প্রতিবেদক : মহামারী করোনা ভাইরাসে আক্রান্তদের সহায়তায় টাঙ্গাইল জেলা বিএনপির হেল্প সেন্টার আরো গতিশীল করতে জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঈদের ২য় দিন বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষন সেলের আহ্বায়ক ছাইদুল হক ছাদু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সম্পাদক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী, প্রচার সম্পাদক একেএম মনিরুল হকসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।