প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা ও নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান সোমবার (২০ মে) সকালে টাঙ্গাইল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখে টাঙ্গাইলের ডিডিএলজি মো. নজরুল ইসলাম।
সদর ভুমি অফিসের এসিল্যান্ড সুখময় সরকার এর সভাপতিত্বে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীব ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার সহ ১২টি উপজেলার সকল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।