সংবাদ শিরোনাম:
উজার হচ্ছে টাঙ্গাইলের ফুসফুস খ্যাত মধুপুরের শাল গজারির বন ভূঞাপুরে প্রফেসর ডা: তাসমিনা মতিনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল সরকারের গতিশীল নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ – এমপি শুভ ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত টাঙ্গাইল জেলা কারাগারে কারাবন্দীদের দর্জি ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন টাঙ্গাইলে আনসার বাহিনীর মধ্যে বাইসাইকেল বিতরণ টাঙ্গাইলে জমির কালাই বোনা নিয়ে একজন নিহত,আহত ১৫ জন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার দাবিতে টাঙ্গাইলে বিএনপির সমাবেশ নাগরপুরে এমপি বাতেন স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত মির্জাপুরে ডাকাতিতে বাঁধা দেয়ায় স্বামী স্ত্রী ও সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে আহত
দলকে শক্তিশালী করতে ত্যাগী নেতাদের স্থান দিতে হবে..একাব্বর হোসেন

দলকে শক্তিশালী করতে ত্যাগী নেতাদের স্থান দিতে হবে..একাব্বর হোসেন

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি বলেছেন, দলীয় কর্মী সম্মেলনে মুখ চাওয়া-চাওয়ী না করে দলকে শক্তিশালী করতে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে দলের ত্যাগী নেতাকর্মীদের স্থান দিতে হবে। তবেই দলে শক্তিশালী অবস্থান তৈরী হবে।

সোমবার মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের কার্যকারী কমিটির সভায় বক্তৃতা কালে তিনি একথা বলেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. একাব্বর হোসেন এমপির সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু,

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সমুন, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য অধ্যাপক দুর্লভ বিশ্বাস,

আব্দুর রাজ্জাক বিএসসি, উয়ার্শী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল।

এমপি একাব্বর হোসেন তার বক্তৃতায় আরো বলেন নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল বিধায় চতুর্থ ধাপে অনুষ্ঠিত শান্তিপুর্ন নির্বাচনে বিপুল দল মনোনীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে।

এজন্য তিনি দলের তৃনমূল নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840