প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের কণ্যা ওয়াহিদা খানমের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলের দেলদুয়ার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মানববন্ধন নিন্দা ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সমাবেশে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের বাবলু, সাবেক কমান্ডার সৈয়দ শহিদুল ইসলাম বাবলু, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ ফরহাদ আলী খান। বক্তারা অভিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানান।