প্রতিদিন প্রতিবেদক ধনবাড়ী: শিক্ষার মান উন্নয়নে ধনবাড়ীতে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১১ টায় ধনবাড়ী পৌর শহরের প্রতিভা প্রি-ক্যাডেট স্কুল মাঠ প্রাঙ্গণে ধনবাড়ী উপজেলা টিচার্স এসোসিয়েশন এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- এ্যাসিসটেন্ট টিচার্স এসোসিয়েশন এর সভাপতি ইরশাদ আলী, সাধারন সম্পাদক মো: সোলাইমান আকন্দ, মনিরুজ্জামান তালুকদার, মোজাম্মেল হক। এসময় উপস্থিত ছিলেন- মাইটিভির সাংবাদিক হাফিজুর রহমান, বি.বি.জি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম হোসেন, সাকিনা মেমোরিয়াল গালর্স হাইস্কুলের সহকারী শিক্ষক মনোয়ারা সহ ধনবাড়ী উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১০ জন সহকারী শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
ধনবাড়ী উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নতকরন সহ সকল দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে সু-ব্যবস্থা করার আশা প্রকাশ করেন ।
উক্ত আলোচনা সভায় নরিল্যা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইরশাদ আলী কে সভাপতি ও ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল গালর্স হাইস্কুলের সহকারী শিক্ষক মো: সোলাইমান আকন্দ কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকারী কমিটি সবার সিদ্ধান্তক্রমে গঠন করা হয়।