প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : তৃনমূল পর্যায়ে আওয়ামীলীগকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে নাগরপুরে আওয়ামীলীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলার সহবতপুর ইউনিয়ন আওয়ামীলীগ স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মত বিনিময় সভার আয়োজন করে।
সহবতপুর ইউনিয়ন আওয়ামীলগের সহ সভাপতি ফারুক হোসেন ফারুকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল আলীম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার,
উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মুলতান উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ কামাল হোসেন, মো. আনিসুর রহমান, মো.নিজাম উদ্দিন,
জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট দাউদুল ইসলাম দাউদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন।