সংবাদ শিরোনাম:
ডিস লাইনের কর্মচারী থেকে ১০০শ’ কোটি টাকার মালিক বাসাইলে সালিশি বৈঠকে হামলা, আহত ৪ চাকরি জাতীয়করণের একদফা দাবিতে নকল নবিশদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সখিপুরে বনের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে দুইদিন ব্যাপী তথ্যমেলার উদ্বোধন ঘাটাইলে ৯ দফা দাবিতে গণসমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছবি তুলে ও ভিডিও ধারণ করে মানুষের মন জয় করে নিয়েছেন মীর নাইম ও তার প্রতিষ্ঠান Alfa Creation আসছে ২৯ অক্টোবর টাঙ্গাইলে বিসিবি কর্তৃক বয়সভিত্তিকি ক্রিকেট খেলোায়াড়দের  নিবন্ধন টাঙ্গাইলে শুরু হতে যাচ্ছে শহীদ স্মৃতি ক্রিকেটারর্স কাপ T20 ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ সখীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
নাগরপুরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

নাগরপুরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

জসিউর রহমান (লুকন) নাগরপুর : নাগরপুরে জাতীয় চার নেতা হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এক শোক র‍্যালী বের হয়। র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম রঙ্গু,

সহ সভাপতি বাবু লক্ষিকান্ত সাহা, সহ সাধারণ সম্পাদক মো. সবুর মিয়া, সৈয়দ নাজমুল হক তপন, সাংগঠনিক সম্পাদক শেখ ছামছুল হক, প্রচার সম্পাদক মো. খালিদ হোসেন, যুব ও ক্রিয়া সম্পাদক মো. জহিরুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক,

মহিলা বিষয়ক সম্পাদক মোছা. রৌশনারা মাসুদা, দপ্তর সম্পাদক মোছা.জাহানারা খাতুন, সদস্য আওলাদ হোসেন লিটন, আরশাদ হেসেন চঞ্চল, নাগরপুর কলেজ ছাত্র সংসদের ভিপি আল মামুন সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

এ সময় বক্তারা বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ  দিবসটির গুরুত্ব ও হারানোর বেদনার কথা তুলে ধরে সকলকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের অংশগ্রহণ নিশ্চিত করতে আহবান করেন।

তারা আরও বলেন, আমাদের দলের যে সাংগঠনিক নিয়ম আছে তা মেনে দলের জন্য ও দেশের জন্য কাজ করে যেতে হবে। অনুপ্রবেশ কারীদের প্রতিরোধ করতে হবে।

দলের সুনাম ও ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ থেকে সকল কে দূরে থাকার জোরালো অনুরোধ করেন। আজকের এই দিনে আমরা দলের গুরুত্বপূর্ণ সৎ ত্যাগী নেতাদের হারিয়েছি।

বঙ্গবন্ধু সহ তাদের অভাব কোন দিনই পূরন হবে না। তাই আমাদের প্রত্যেকের উচিত তাদের আদর্শ অনুসরণ করা।আলোচনা শেষে বঙ্গবন্ধু, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল দেশ প্রেমিক নেতাদের জন্য দেয়া করা হয়। 

দোয়া মাহফিলে আওয়ামী লীগের ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী, এতিম সহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840