প্রতিদিন প্রতিবেদক নাগরপুরঃ মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ প্রিমিয়ার লীগ (এস পি এল. টি- ২০) নবম আসরের চুড়ান্ত প্রতিযোগীতা- ২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে সলিমাবাদ ইসলাম জ্যোতি স্পোটিং ক্লাব মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
সলিমাবাদ এস পি এল. টি- ২০ নবম আসরের চুড়ান্ত প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয় ও সলিমাবাদ পশ্চিমপাড়া কিংস ব্রাদার্স। খেলায় বিজয়ী হন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয়। খেলা পরিচালনা করেন মো. বুলবুল ইসলাম লিটন ও মো. হালিম ।
সন্ধ্যায় সলিমাবাদ ইসলাম জ্যোতি স্পোটিং ক্লাব আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. দাউদুল ইসলাম দাউদ এর সভাপতিত্বে ও মো. সোলায়মান হোসেন বিল্পবের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আতিকুর রহমান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মো.ওয়াদুদুর রহমান (বাদলু), মো. আজিজুল হক মিয়া (সেলিম রেজা), মো. ওবাইদুর রহমান তালুকদার (রুবেল), মো. আমিনুর রহমান, মো. আশফাকুর রহমান হারুন প্রমুখ। আলোচনা শেষে অতিথীরা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ শেষে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।