প্রতিদিন প্রতিবেদক : মির্জাপুরে অবৈধ ড্রেজার ধ্বংস ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. মঈনুল হক-এর পরিচালনায় ভ্রাম্যমান আদালত উপজেলার হিলড়া আদাবাড়ি গ্রাম এ অভিযান চালায়।
নবাগত উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. মঈনুল হক জানায়,
রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার ইউনিয়নের হিলড়া আদাবাড়ি গ্রামের মো. আছান উদ্দনের ছেলে মো. মতিন মিয়াকে (৩৩) অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ সময় দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।