প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে করোনাকালে কর্মহীন হয়ে পড়া অস্বচ্ছল বাউল, কবি ও সংস্কৃতিকর্মীদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে তাদের হাতে এই অর্থ তুলে দেন।
মির্জাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তা আবদুল মালেকের সভাপতিত্বে অর্থ প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মীর এনায়েহ হোসেন মন্টু ও বাউল শিল্পী শামসুল আলম।
প্রথম পর্যায়ে উপজেলা অস্বচ্ছল ১শ জন বাউল, কবি ও সংস্কৃতিকর্মীকে নগদ এক হাজার টাকা করে প্রদান করা হয়। দুই শতাধিক অস্বচ্ছল বাউল, কবি ও সংস্কৃতিকর্মীকে এই অর্থ সহায়তা দেয়া হবে বলে উপজেলা নির্বাহী অফিসার আবদুল মালেক জানিয়েছেন।