সংবাদ শিরোনাম:
স্বৈরাচার বিদায় হয়েছে, প্রেতাত্মারা এখনো ঘোরাফেরা করছে……. তারেক রহমান  সাংবাদিককে হুমকির প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে গণশুনানি টাঙ্গাইলে ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির আহব্বায়ক মানিক ও সদস্য সচিব মারুফ টাঙ্গাইলের মির্জাপুরে কৃষকদলের শান্তি সমাবেশ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে টাঙ্গাইলের ইউএনও প্রত্যাহার ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে ভাসানী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার দুর্নীতি আর অনিয়মের অভিযোগ পদত্যাগে বাধ্য হলেন টাঙ্গাইল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ কালিহাতীতে কলেজের জমি স্ত্রীর নামে দলিল করার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে টাঙ্গাইলে শিহ্মার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিহ্মোভ মিছিল
মির্জাপুরে জ্বাল পর্চা তৈরি করে ওয়ারিশানদের ভূমি আত্নসাতের চেষ্টা

মির্জাপুরে জ্বাল পর্চা তৈরি করে ওয়ারিশানদের ভূমি আত্নসাতের চেষ্টা

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে জ্বাল পর্চা তৈরি করে ওয়ারিশানদের ভূমি আত্নসাতের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার গোড়াই এলাকায় আবু আহাদ খান পিন্টু ও মৃত মহব্বত হোসেন খানের চার বোনের ওয়ারিশভূক্ত ভূমির জ্বাল পর্চা তৈরি করে সহকারী কমিশনার (ভূমি) মির্জাপুরের নিকট খারিজের আবেদন করলে বিষয়টি ওয়ারিশানদের নজরে আসে।

পরে চার বোনের পক্ষে নাছরিন খানম এনি বাদী হয়ে টাঙ্গাইলের সিনিঃ জুডিঃ ম্যাজিঃ মির্জাপুর আমলী আদালতে জ্বাল পর্চার বিরুদ্ধে আব্দুল কাদের খানের ছেলে আবু আহাদ খান পিন্টু (৫৪), মৃত দুখাই শেকের ছেলে মো. আজগর আলী (৫১), মৃত রমেজ উদ্দিনের ছেলে মজনু (৪০), মৃত মহব্বত খানের ছেলে উথান খান (২৬) এবং আজমীর খান(২৩) কে আসামী করে মামলা দায়ের করেন। আদালত মির্জাপুর সহকারী কমিশনার (ভূমি) কে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গোড়াই মৌজার ৪.১২ একর ভূমির নিজেদের নামে খারিজ (মিউটেশন) করে খাজনা দিয়েও দখল পাচ্ছেন না চার ওয়ারিশানরা। উপরন্তু ওই ভূমি থেকে প্রতিপক্ষের লোকজন মূল্যবান গাছ-গাছরা কেটে নিচ্ছে বলে অভিযোগ ওঠেছে।

জানা গেছে, মির্জাপুর উপজেলার গোড়াই গ্রামের মরহুম আব্দুল কাদের খানের দুই ছেলে মৃত মহব্বত হোসেন খান ও আবু আহাদ খান এবং চার মেয়ে এনি খানম, এলি খানম, বেলি খানম ও মেরি খানম। এর মধ্যে মহব্বত হোসেন খান ও আবু আহাদ খান তাদের অংশের সম্পত্তি প্রায় সর্বাংশ (বাড়ি ব্যতিত) অন্যত্র বিক্রি করে দেয়।

তাদের চার বোন ওয়ারিশ হিসেবে গোড়াই মৌজার খতিয়ান-৮৪৪৯(ভিপি-১৯৭১), জেএলনং-১৮২ এর ৭টি দাগের(নং-৮১১৩, ৪৩৬৮, ৪৩৬৯, ৪৩৭৪, ৪৩৭৬, ৪৩৭৮ ও ৪৩৮৫) মোট ৪.১২ একর ভূমি নিজেদের নামে খারিজ(নাম জারি বা মিউটেশন) ও যথারীতি খাজনা পরিশোধ করে আসছেন।

কিন্তু তাদের দুই ভাই মৃত মহব্বত হোসেন খান ও আবু আহাদ খান সঠিক তথ্য গোপণ করে পিতার সম্পত্তির সিংহভাগ অন্যত্র বিক্রি করে দিয়েছেন। বিক্রিত ভূমির মধ্যে ওয়ারিশান চার বোনের উল্লেখিত ভূমিও রয়েছে।

চার বোনের ওয়ারিশ হিসেবে পাওয়া ৪.১২ একর ভূমিতে বাঁশঝাড়, আম, জাম, কাঁঠাল, নিম সহ বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ রয়েছে। ওয়ারিশ হিসেবে ওই সম্পত্তির মালিকানা চার বোনের হলেও মৃত মহব্বত হোসেন খানের ছেলে উথান খান ও আবু আহাদ খান একটি নকল পর্চা তৈরি করে ওই সম্পত্তি নিজেদের দাবি করে পুলিশ সুপারের কার্যালয়ে একটি দরখাস্ত দেয়।

ওই দরখাস্তের পরিপ্রেক্ষিতে উথান খান ও আবু আহাদ খান স্থানীয় পুলিশের সহায়তায় ওয়ারিশান বোনদের ভূমির মূল্যবান গাছ কেটে বিক্রি করছেন।

এ বিষয়ে মামলার বাদী এনি খানম জানান, উক্ত ভূমির পুরাতন ১৬৬৫ হাল ৮১১৩ নং দাগে আদালত হইতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিলেও গোড়াই মৌজার ডিপি ১৯৭০ নং খতিয়ানের জ্বাল পর্চা সৃষ্টি করে আমাদের ডিপি ১৯৭১ নং খতিয়ানের কতিপয় দাগ উল্লেখ করে মির্জাপুর সহকারী কমিশনার (ভূমি)’র নিকট খারিজের আবেদন করে আমাদের অপূরণীয় ক্ষতি করেছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840