প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: টাঙ্গাইলের মির্জাপুর সরকারি কলেজে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে স্থানীয় সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন কর্ণারের উদ্বোধন করেন।
এ উপলক্ষে কলেজ চত্বরে এক আলোচনাসভার আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারজানা রহমানের সভাতিত্বে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, মির্জাপুর পৌসভপার মেয়র সালমা আক্তার শিমুল, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, সাবেক অধ্যক্ষ সালাহ্ উদ্দিন আহমেদ,
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ,উপজেলা পরিষদের সাবেক ভ্ইাস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুফাজ্জল হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু,
মির্জাপুর প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহামুদ উজ্জল প্রমুখ। এর আগে প্রধান অতিথি মো. একাব্বর হোসেন এমপি ফিতা কেটে বঙ্গবন্ধু কর্ণারের শুভ উদ্বোধন করেন।