প্রতিদিন প্রতিবেদক : জেএফএ কাফ অনুর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল সংগ্রহশালার মোনালিসা উইমেন্স ফুটবল ক্লাব ৩-১ গোলে ময়মনসিংহকে হারিয়ে অনুর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার ২২ জুন বিকেলে জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে রফিক উদ্দিন ভূইয়া ময়মনসিংহ স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি অধ্যাপক একেএম দেলোয়ার হোসেন মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন,
ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. এহতেশামূল আলম।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন। জেএফএ কাফ অনুর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল প্রতিযোগিতায় মোট ৭ দল অংশগ্রহন করে।