প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহ করার দায়ে পাঁচ ভেকু ও ট্রাক মালিককে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান।
তিনি গণমাধ্যমকর্মীদের বলেন- অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহ করার দায়ে ৫টি ভেকু ও ট্রাক জব্দ করা হয়। পরে তাদেরকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করে সেগুলো ছেড়ে দেয়া হয়েছে। অভিযান অব্যহত থাকবে। ফাইল ছবি।