প্রতিদিন প্রতিবেদক : যমুনা গ্রুপের চেয়ারম্যান দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে বুধবার (১৫ জুলাই) টাঙ্গাইল প্রেসক্লাবে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী।
যমুনা টেলিভিশনের প্রতিনিধি শামীম আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি ও সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোঃ কামরুজ্জামান,
সহ সভাপতি তুহিন খান, ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম, দপ্তর সম্পাদক কালের কন্ঠের অরণ্য ইমতিয়াজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক একুশে টিলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি কাজী তাজ উদ্দিন রিপন,
প্রেসক্লাবের কার্যকরী সদস্য জিটিভির জেলা প্রতিনিধি মহিউদ্দিন সুমন, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মামুনুর রহমান মিয়া, বিজয় টিভির প্রতিনিধি আবু জুবায়ের উজ্জল,
যায়যায় দিন প্রতিনিধি জুবায়ের মল্লিক বুলবুল, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মাসুদ রানা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর টাঙ্গাইল প্রতিনিধি হাজী সাহাবুদ্দিন মানিক দোয়ার মাহফিল পরিচালনা করেন। শেষে তোবারক বিতরন করা হয়।