প্রতিদিন প্রতিবেদক: সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও নদীর অবৈধ দখল উদ্ধার কার্যক্রম বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে লৌহজং নদী দখলমুক্ত অভিযান বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো.শহীদুলইসলাম নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ সম্পর্কে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। এসময় জেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র্যালী বের হয়। র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বেড়াডোমা ব্রীজ সংলগ্ন নদীর তীরে এসে শেষ হয়।