উল্লেখ্য, উপজেলার বেড়বাড়ী গ্রামের সিঙ্গাপুর প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে শিহাব টাঙ্গাইলের সৃষ্টি একাডেমিক স্কুলের পঞ্চম শ্রেণির আবাসিকে থাকত। ২০ জুন শিহাবের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়। স্কুলের আবাসিকের শৌচাগার থেকে শিহাবের ঝুলন্ত লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় বলে ওই স্কুলের শিক্ষকেরা জানান। কিন্তু শিহাবের পরিবারের দাবি, শিহাবকে হত্যা করা হয়েছে।
এদিকে গত রোববার ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসে শিহাবকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরদিন সোমবার শিহাবের মা সৃষ্টি স্কুলের শিক্ষক আবু বকর, বিপ্লব, আশরাফ, মাসুম, মতিন ও বিজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় শিক্ষক আবু বকরকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।