মির্জা সাইদুল ইসলাম (সাঈদ) সখীপৃর : সখীপুরে বিয়ের দাবিতে উকিল মেয়ের জামাই মো. সাইদুল ইসলাম (৪৫)-এর বাড়িতে অনশন করছেন শাশুড়ী (৫০)।সাইদুল উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর কলেজ মোড় এলাকার ক্বারী আবুল হোসেনের ছেলে।
এ ঘটনার পর জামাতা সাইদুল পলাতক রয়েছে। অনশনরত শাশুড়ীকে শারীরিক ও মানসিক নির্যাতন করছেন উকিল জামাতার মা ও বোন।
সোমবার (২৯ জুন) বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায়, কালিয়া ইউনিয়নের কুতুবপুর কলেজ মোড় এলাকার ক্বারী আবুল হোসেনের ছেলে অভিযুক্ত উকিল জামাতার নাম মো. সাইদুল ইসলামের বাড়ীর মূল দরজার সামনে উকিল শাশুড়ী বিয়ের দাবিতে অনশনরত অবস্থায় রয়েছে।
এসময় স্থানীয়রা জানান, সাইদুলের প্রথম বিয়ের উকিল শ্বশুর হন ওই ইউনিয়নের শাপলা পাড়া গ্রামের ডাবলু মিয়া। এরই সুবাদে সাইদুল ডাবলুর বাড়িতে নিয়মিত যাতায়াত করতো। একপর্যায়ে ডাবলু মিয়ার স্ত্রী দুই সন্তানের জননীর সাথে সাইদুলের পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
উকিল শাশুড়ী (গৃহবধু) জানান, সাইদুল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলো। পরে তাকে বিয়ের কথা বলা হলে নানা তালবাহানা করে এড়িয়ে চলে। উপায়ান্তর না পেয়ে সোমবার সকালে বিয়ের দাবিতে তার বাড়িতে উঠে বসি।
এ অবস্থায় সাইদুলের পরিবারের লোকজন আমাকে শারীরিক ও মানসিক ভাবে নানা ধরনের নির্যাতন করেছে। এমতাবস্হায় জীবনের নিরাপত্তা নিয়েও তিনি শঙ্কিত বলে জানান।
স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান ফকির জানান, উকিল শাশুড়ির সাথে সাইদুলের পরকীয়া সম্পর্ক থাকায় প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। সম্প্রতি সাইদুল ওই উকিল শাশুড়ির সাথে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের কাছে ধরাও পরেছে। এ নিয়ে গ্রাম্য সালিশ ডাকা হলে সাইদুল সালিশে উপস্থিত হয়নি।
সাইদুলের মা জানান, ওই মহিলাটি খারাপ। তা না হলে উকিল শাশুড়ী হয়ে কেন সে আমার ছেলের সাথে অবৈধ সম্পর্কে জড়াবে?
সখীপুর থানার (সেকেন্ড অফিসার) এস আই বদিউজ্জামান জানান, এখনও কেউ কোন অভিযোগ করেনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।