সংবাদ শিরোনাম:
গোপালপুরে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে খাবার বিতরণ টাঙ্গাইলে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে চার মিষ্টির দোকানে জরিমানা বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু টাঙ্গাইল হরিজন পল্লীতে পূজা নিয়ে মারামারি,গর্ভবতী নারীসহ আহত ৩ গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার 

জোয়াহেরের আইনজীবি সনদ ও মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ছোট মনির এমপি

  • আপডেট : বুধবার, ১ মে, ২০২৪
  • ৫৭৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এর আইনজীবি সনদ ও মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে নিজের দলের ভিতরেই প্রশ্ন উঠেছে।

এসব বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের আইনজীবি সনদ ও মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে এবার প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির। তিনি জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের উদ্দেশ্যে বলেছেন, আমাদের সন্দেহ হয় আপনার ওকালতি নিয়ে।

আপনার আইনজীবি সনদ নিয়ে। আপনি মুক্তিযোদ্ধা লিখেছেন, জহির মাষ্টার এখানেই উপস্থিত
রয়েছেন। উনাকে স্বাক্ষী রেখে, জহির মাষ্টার মুচকি মুচকি হাসছেন। লতিফ সিদ্দিকী-কাদের
সিদ্দিকীও বলেছেন উনি (জোয়াহের) আবার কবে মুক্তিযোদ্ধা ছিলেন।
ছোট মনির বলেন, আমাদের লজ্জা হয় তার মত ( জোয়াহের ) একজন মানুষ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন। শুধুমাত্র একটা কারনে- শহীদ মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যার প্রতিবাদে সে আমাদের সাথে ছিলেন। সে কোনদিনই সাধারণ সম্পাদক হতে পারতো না যদি ড. আব্দুর রাজ্জাক ছায়া না দিতেন।

আজ বুধবার দুপুরে শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা শ্রমিক ফেডারেশন আয়োজিত মে দিবসের শ্রমিক সমাবেশে এসব কথা বলেন সংসদ সদস্য ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক তানভীর হাসান ছোট মনির। এ সময় তিনি বলেন, পৌর শ্রমিক ঐক্য পরিষদ নামে সমাবেশ করা হচ্ছে।
অথচ এর কোন নিবন্ধন নেই। আমরা মানুষের সেবা করার জন্য রাজনীতিতে এসেছি। এখন টাঙ্গাইলে কোন চাঁদাবাজি নেই। মানুষ শান্তিতে রয়েছে। যে কোন মুল্যে আমরা টাঙ্গাইলে সন্ত্রাসকে প্রতিহত করবো।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেডিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সহসভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, কেন্দ্রিয় যুবলীগের সহসভাপতি এডভোকেট মামুনুর রশীদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme