মো.সোহেল রানা: টাঙ্গাইল জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ আহত ও নিহতের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানের চেক বিতরন করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) সকালে জেলা প্রসাশকের অফিস কক্ষে টাঙ্গাইল জেলার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর আয়োজনে এই আর্থিক সহায়তার চেক প্রদান করেন জেলা প্রসাশক শরীফা হক।
এই চেক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান, টাঙ্গাইল সার্কেল বিআরটিএ এর সহকারী পরিচালক শেখ মাহতাব উদ্দিন আহমেদ, মোটরযান পরিদর্শক এনামুল হক ইমন, উচ্চমান সহকারী মো. কামরুল হোসেনসহ বিআরটিএ এর অন্যান্য কর্মকর্তা, ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ।
এসময় ক্ষতিগ্রস্থ আহত ও নিহতের ৬টি পরিবার- নিহত মোহাম্মদ শাহ আলমের স্ত্রী রাজিয়া সুলতানাকে ৫০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা, নিহত রহিমা বেগমের পুত্র শফিকুল ইসলামকে ৫০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা, নিহত মো. নাজমুল হোসেনের বোন সাজেদাকে ৫০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা, নিহত মো. রায়হান মিয়ার পিতা মো. হাবিবুর রহমানকে ৫০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা, নিহত নাওশেদ আলী স্ত্রী মোছা. সালমা বেগমকে ৫০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা ও আহত মো. হাবিবুর রহমানকে ১০০,০০০/-(এক লক্ষ) টাকার আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়।
টাঙ্গাইল সার্কেল বিআরটিএ এর সহকারী পরিচালক শেখ মাহতাব উদ্দিন আহমেদ বলেন, টাঙ্গাইল জেলায় কোন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হলে ৩০ দিনের মধ্যে টাঙ্গাইল জেলার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ আবেদন করলে, ঐ আবেদন যাচাই বাচাই করে হেড অফিসে পাঠালে তাদের নামে চেক ইস্যু করে এবং আমরা তাদের এই আর্থিক সহায়তা প্রদান করে থাকি। আজ আমরা টাঙ্গাইল জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে জেলা প্রসাশকের মাধ্যমে আর্থিক সহায়তার চেক প্রদান করলাম। পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে আমাদের এই আর্থিক সহায়তার কাজ চলমান থাকবে।