সংবাদ শিরোনাম:
ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে সমন্বয় সভা বাসাইলে হেলমেট ও লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা নাগরপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ,আহত ৪ বাসাইলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত বাসাইলে প্রবাসবন্ধু ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরে গরীবের হাসপাতালে র‍্যাবের চিকিৎসা সামগ্রী বিতরণ মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের

দায়িত্ব গ্রহণের তিন মাসেই দু’বার শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ

  • আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর :সার্কেল পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের তিন মাসেই জেলায় দুই বার শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম। 

তিনি টাঙ্গাইলের মধুপুর সার্কেলাধীন মধুপুর ও ধনবাড়ী থানায় বিগত তিন মাস যাবৎ দায়িত্ব পালন কালে এমন অভূতপূর্ব সাফল্য অর্জনের অধিকারী হয়েছেন। পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের কর্ম বিশ্লেষণে তিনি এমন গৌরবের কৃতিত্ব অর্জন করেছেন।

মোঃ আরিফুল ইসলাম বরিশাল জেলার কৃতি সন্তান। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে।

পরবর্তীতে ৩৭তম বিসিএস ২০১৯ সালে প্রথম কর্মজীবন শুরু এবং সারদা পুলিশ একাডেমি থেকে বেসিক ট্রেনিং শেষে ২০২১ সালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন। সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেলে মোঃ আরিফুর ইসলাম ১৭ ডিসেম্বর ২০২৪ সাল থেকে কর্মরত আছেন।

গত সোমবার (১৯ মার্চ) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ফেব্রুয়ারী-২০২৫ মাসের মাসিক কল্যাণ সভায় টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ভালো কাজের পুরস্কার স্বরূপ ক্রেস্ট প্রদান করেন।  

মধুপুর সার্কেলাধীন মধুপুর ও ধনবাড়ী থানায় কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম’কে  অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত করে পুরস্কার স্বরূপ ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়েছে ওই অনুষ্ঠানে। 

তার এই  অনন্য সাফল্যে সার্কেলের আওতাধীন মধুপুর ও ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ, আলোকদিয়া ও অরণখোলা পুলিশ ফাঁড়ির আইসিসহ সকল ফোর্স, বিভিন্ন মহল তাকে অভিনন্দন ও শুভেচ্ছা অভিসিক্ত করছেন। 

জেলায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার অফিসার ইনচার্জ, পুলিশের অন্যান্য ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme