সংবাদ শিরোনাম:
সরিাজগঞ্জে ছাত্র-জনতার মছিলিে হামলা: সাবকে এমপি আজজিরে ৩ দনিরে রমিান্ড রাজপাহাড়’—স্নেহ ও সখের প্রতীক এক বিশাল গরু কালবেলার কালিয়াকৈর প্রতিনিধি মনিরুজ্জামান নিখোঁজ থানায় জিডি ডাকাত আতঙ্কে মসজিদে মসজিদে মাইকিং,পাড়া ও মহল্লায় সতর্ক অবস্থে এলাকাবাসী পারিপার্শ্বিকের কারণে, পড়াশুনার কারণে, দারিদ্রতার কারণে এবং  রিলেশনশিপের কারণেও অনেকেই জীবন ত্যাগ করছে : উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ টাঙ্গাইলের ঘাটাইলে মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বয়ে সেমিনার অনুষ্ঠিত ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে সমন্বয় সভা বাসাইলে হেলমেট ও লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা নাগরপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ,আহত ৪ বাসাইলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

নাগরপুর মাতালেন সংঙ্গীত শিল্পী পড়শী

  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৬০৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর :টাঙ্গাইলের নাগরপুর মাতিয়ে গেলেন তরুণদের হার্ডথ্রব সংঙ্গীত শিল্পী পড়শী। শনিবার সন্ধায় নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত পাঁচ দিন ব্যাপী ক্ষুদ্র কুটির ও বৈশাখী মেলায় জমকালো সাস্কৃতিক অনুষ্ঠানে তিনি পারফর্ম করেন। রাত ৯টায় জনপ্রিয় কন্ঠশিল্পী পড়শী পারফর্ম করতে মঞ্চে উঠেন। ও আমার বন্ধু গো চীর সাথী পথ চলা, তোমারি জন্য গড়েছি আমি মঞ্জিল ভালবাসা, গানটি প্রথমে গেয়েই মাতিয়ে তুলেন হাজার হাজার দর্শক। তার কন্ঠে কন্ঠ মিলিয়ে গাইতে থাকেন হাজার হাজার উৎসুক যুবক যুবতিরা। কিছুক্ষনের জন্য তারা হারিয়ে যায় অন্য ভূবণে। খুশি ও আনন্দে আত্ম হারা হয়ে পড়ে দর্শক। এর পর একে একে গুণী এই শিল্পী পরিবেশন করেন তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথাই আছে, ওরে সাম্পান ওয়ালা তুই আমারে করলি দিওয়ানা, এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয় পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন আমার যায়, মত তমুল জনপ্রিয় ও শ্রোতা প্রিয় গান গুলি। বৈশাখী মেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল মালেক, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোন্ধা সুজায়েত হোসেন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সিদ্দিক, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম অপু ও নাগরপুর প্রেসক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান বকুল প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme