সংবাদ শিরোনাম:
ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে সমন্বয় সভা বাসাইলে হেলমেট ও লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা নাগরপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ,আহত ৪ বাসাইলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত বাসাইলে প্রবাসবন্ধু ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরে গরীবের হাসপাতালে র‍্যাবের চিকিৎসা সামগ্রী বিতরণ মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের

বিনামূল্যে চাল বিতরণ করলেন কাউন্সিলর শামীম

  • আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৪০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরনের নির্দেশে ৬নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হক শামীম সরকার কর্তৃক চাল বিনামূল্যে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে বিতরণ করেছেন।

গতকাল রবিবার(১৬ই আগস্ট) সকাল ১০টার দিকে তার নিজ বাসা থেকে তিনশত পরিবারের মাঝে পাঁচ কেজি করে এ চাল বিতরণ করেন।

শফিকুল হক শামীম বলেন,এই বন্যায় মানুষ অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই আমি তাদের কথা চিন্তা করে আমার পৌর মেয়রের সাথে কথা বলে তার সহযোগিতায় যতোটুকু সম্ভব আমি মানুষের মাঝে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই কার্যক্রম আমার অব্যাহত থাকবে।

এ সময় জেলা যুবলীগের নেতা ও কলেজ পাড়া সিএনজি-উপদেষ্টা ইমরান হোসেন জুয়েল,ছাত্রলীগের সদস্য শারুখ আহমেদ শান্ত, রওনক,সবুজ,বাবু,সালমান কবির পরশ,কামাল আহমেদ সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও তার ওয়ার্ড ব্যতিত তার পরিবার বর্গ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বন্যা কবলিত মানুষদের সাহায্য করছেন।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম ও দূনীতিতে লক্ষ লক্ষ মানুষ পানি বন্দি ও গৃহহীন

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর দীর্ঘ দিনের অনিয়ন আর দূনীতির স্বীকার হচ্ছেন পানি বন্দি লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। সহ্রাধিক গবাদী পশু আশ্রয়হীন। সহ্রাধিক একর ফসলি জমি ও ফসল পানির নিচে তলিয়ে নষ্ট হয়েছে।

ভেঙ্গে গেছে ছোট-বড় নদী সংলগ্ন বিভিন্ন বাঁধ ও রাস্তা। হুমকীর মূখে রয়েছে সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলার পৌরএলাকা।

এসব ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের হাজার হাজার কোটি টাকা জলে যাবে। সরকারের হাজার হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে শুধুমাত্র টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর অসাধু কিছু দূনীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের জন্য।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড দূর্নীতিবাজ কর্মকর্তাদের অনেকে ইতিমধ্যে শত শত কোটি টাকার মালিক হয়েছেন বলেও জানান কিছু কর্মচারীরা।

সরকারের হাজার কোটি টাকা নষ্ট ও পানি বন্দি গ্রহহীন হওয়া পরিবারের দাবী দ্রুত টাঙ্গাইল পানি উন্নয়ন বোডের্ দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের মন্ত্রী সহ উধ্বর্তন কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন টাঙ্গাইলবাসী।

প্রয়োজনে তারা এসব দূনীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে লিখিত ভাবে অভিযোগ জানাবে বলেও জানান।

সাম্প্রতি তাদের গাফিলতির কারণে টাঙ্গাইলের এলেনজানি নদীর বাঁধ ভেঙ্গে সদরসহ উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ পানি বন্দি এবং আবাসন সংকটে গবাদী পশু।

বুধবার (২৯ জুলাই) ভোর রাতে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নওগা এলাকায় এ বাঁধ ভেঙ্গে যায়। স্থানীয়দের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডকে বার বার অবহিত করলেও প্রয়োজনীয় কোন প্রদক্ষেপ গ্রহণ করেনি।

এরপূর্বে জেলা ভূঞাপুর, কালিহাতী, গোপালপুর, নাগরপুর ও সদরের একাধিক বাঁধ ও বাঁধ সংলগ্ন রাস্তা ভেঙ্গে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হয়েছে। আবার কোথাও বাঁধ দেয়ার জন্য সরকারি টেন্ডার ও অর্থ থাকলেও সেগুলো শুধু নামের রয়েছে।

এর কোন কাজ হয়নি। হাজার হাজার কোটি টাকা টাঙ্গাইল পানি উন্নয়ন বোডের্ দূর্নীতিবাজ কর্মকর্তাদের পকেটে চলে গেছে। যে কারণে এবার বন্যায় টাঙ্গাইল সদর শহর সহ উপজেলার প্রতিটি পৌরসভার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।

শুকনো মৌসুমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বার বার বিভিন্ন ভাবে টাঙ্গাইল পানি উন্নয়ন বোডের্ দূর্নীতিবাজ কর্মকর্তাদের অবহিত করা হলেও তারা নিজেদের পকেট ভাড়ি করে ঘুমিয়ে ছিলেন। আর এখন বলছেন শুকনো মৌসুমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, শুকনো মৌসুমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য সৈয়দ কবিরুজ্জামান ডল জানান, বন্যার শুরু থেকেই বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিলো। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার অবগত করলেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

গত কয়েকদিন যাবত পানি বৃদ্ধি পাওয়ায় পানি উন্নয়ন বোর্ড কিছু বস্তা ফেললেও তা পানির স্রোতে ভেসে যায়। পরে বুধবার ভোরে বাঁধ ভেঙ্গে ওই এলাকাসহ পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার পাইকড়া ও বল্লা ইউনিয়ন এবং বাসাইল উপজেলার ফুলকি ও কাশিল ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়ে।

ঘারিন্দা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আ. বারেক জানান, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে প্রায় দু’শ ফুট বাঁধ ভেঙ্গে গেছে। আস্তে আস্তে ভাঙ্গার পরিধিও বাড়ছে। ইতোমধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী জানান, পানি উন্নয়ন বোর্ড সময় মতো কাজ করলে বাঁধটি রক্ষা করা যেতো। ঘটনাস্থল পরিদর্শন করে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। ভাঙ্গা বাঁধের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিলো। ওই বাঁধে গত চার পাঁচদিন যাবত কাজ চলমান ছিলো। গত রাতেও ১১ টা পর্যন্ত কাজ করা হয়েছে। পরে রাত তিনটায় বাঁধটি ভেঙ্গে যায়। পানি শুকিয়ে গেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme