সংবাদ শিরোনাম:
মধুপুরে গরীবের হাসপাতালে র‍্যাবের চিকিৎসা সামগ্রী বিতরণ মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ফাউন্ডেশনের ইফতার মাহফিল

  • আপডেট : শনিবার, ৮ মে, ২০২১
  • ১১৪৯ বার দেখা হয়েছে।

প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারিন্দা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ফাউন্ডেশন এর উদ্যোগে মারিয়াম পাঞ্জু মুন্সি মারকাযুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার ৭ মে সন্ধ্যায় উপজেলার নারিন্দা ইউনিয়নের মাদারিয়া পাড়া গ্রামে স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার( ঠান্ডু), নারিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরমুজ আলী তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ উপদেষ্টা মাসুদ তালুকদার, সেবক সামাজিক সংগঠন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি খায়রুল খন্দকার, সহ-সভাপতি কামরান পারভেজ ইভান, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি মাইনুল ইসলাম মামুনসহ ফাউন্ডেশনের সদস্য বৃন্দ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ফাউন্ডেশন সভাপতি ও সেবক এর যুগ্ন সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরিফ বলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাস্টার ফাউন্ডেশন এর বার্ষিক ইফতার মাহফিল আয়োজন করি। আমার বাবার জন্য দোয়া প্রার্থনা করছি। আমার বাবা তাঁর জীবন দশায় জনমানুষের সেবা করে গেছেন, দেশের জন্য জীবন বাজী রেখে যুদ্ধ করেছেন, এলাকায় সকল সামাজিক ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেছেন। আমি তাঁর ছেলে হিসেবে এবং তাঁর এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই ফাউন্ডেশন পরিচালনা করছি। আপনারা সকলেই আমার বাবার জন্য দোয়া করবেন এই ফাউন্ডেশন এর কাজে সার্বিক সহযোগিতা করবেন।

সেবক সভাপতি খায়রুল খন্দকার বলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাস্টার একজন জাতির বিবেক, জনদরদি ও জনহিতকর মানুষ ছিলেন। তাঁর নামের এই ফাউন্ডেশনে সেবক টাঙ্গাইল জেলা কমিটিকে নিমন্ত্রণ করা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে ফাউন্ডেশন এর সকল সামাজিক কাজে আমরা পাশে থাকবো ও ফাউন্ডেশন এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। বীর মুক্তিযোদ্ধার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme