সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’

৩’শ বোতল ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক ৪

  • আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৩ বার দেখা হয়েছে।

মোঃ পারভেজ সরকারঃ সিরাজগঞ্জে পৃথক অভিযানে ৩’শ বোতল ফেন্সিডিল ও ৭’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। এসময় মাদকদ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।

 

আটককৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার নলকা ঝাকড়ী গ্রামের মৃত শাহেদ আলী ফকিরের ছেলে জিন্নাহ ফকির (৪৫), নলকা মধ্যপাড়ার গণি শেখের ছেলে সাখাওয়াত হোসেন (৪০), মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার যাত্রাপুর পশ্চিমপাড়া গ্রামের কবিবের ছেলে মোঃ হাবিব (২৮), রাজশাহীর বেলপুকুর উপজেলার জামিরা মধ্যপাড়ার মৃত সাইদুর রহমানের ছেলে লাল ওরফে শাহাবুর (২২)।

 

ওসি রওশন আলী জানান, সোমবার সন্ধ্যায় নলকা মোড় এলাকায় পুলিশ বক্সের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই কারবার জিন্নাহ ফকির ও সাখাওয়াত হোসেনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

 

অপরদিকে, মঙ্গলবার ভোরে সলঙ্গা থানার ঢাকা-বগুড়া মহাসড়কের ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে হাবিব ও লাল ওরফে শাহাবুরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩শত বোতল ফেন্সিডিল ও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়। এ ঘটনায় উল্লাপাড়া ও সলঙ্গা থানায় পৃথক মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme