সংবাদ শিরোনাম:
৪ অক্টোবর থেকে পবিত্র ওমরাহ শুরু

৪ অক্টোবর থেকে পবিত্র ওমরাহ শুরু

আওয়ার ইসলাম ডেস্ক : মক্কায় ওমরাহ পালনের জন্য মাত্র তিন ঘণ্টা সময় দেবে সৌদি কর্তৃপক্ষ।
প্রথম দফায় এক দিনের ছয়টি ভিন্ন সময়ে ছয় হাজার জন ওমরাহ পালন করতে পারবেন। প্রতি ভাগে এক হাজার জনকে তিন ঘণ্টার জন্য ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে।
এর মধ্যে ওমরাহ শুরু ও শেষ করতে হবে হাজিদের। আরব নিউজ ও গাল্ফ ইনসাইডার’র এ খবর নিশ্চিত করেছে।

করোনার কারণে প্রায় সাত মাস বন্ধ থাকার পর আগামী ৪ অক্টোবর থেকে ওমরাহ পালনের সুযোগ দিতে চলছে সৌদি আরব।

প্রথম দফায় সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশিরা অনুমতি পাবেন ওমরাহ’র জন্য। তবে মক্কায় তাদেরকে ওমরাহ শুরু ও শেষ করার জন্য মাত্র তিন ঘণ্টা সময় দেওয়া হবে।

সৌদি আরবের বাইরে থেকে গিয়ে ওমরাহ পালনের অনুমতি পাওয়া যাবে পরের ধাপগুলোতে।

দ্বিতীয় পর্যায় ধীরে ধীরে সীমিত পরিসরে বিদেশিরাও সুযোগ পাবেন। এ খবর জানিয়েছে সৌদি গেজেট।

খবরে বলা হয়, সৌদি আরবের স্থানীয়দের নির্দিষ্ট প্রক্রিয়া মেনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে।

নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে ওমরাহ পালনের সময়, তারিখ উল্লেখ করে ‘ওমরাহ পারমিট’ দেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840