সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে সবার মনোনয়ন বৈধ কালিহাতীতে পৌলীতে রেল সেতুর দুই পাশে বালু বিক্রির মহোৎসব মাদরাসা ছাত্রীর প্রেমের টানে ও ঘর বাঁধতে টাঙ্গাইলে আরেক ছাত্রী মধুপুরে জৈব কৃষি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত তীব্র গরম ও তাপদাহে অতিষ্ঠ মধুপুরবাসী বাড়ছে নানা রোগ সখীপুরে প্রকৃতি ও শান্তি সংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ টাঙ্গাইলের বাসাইল থেকে ৪৯ কেজি গাঁজা সহ ০৪ মাদক ব্যবসায়ী আটক পৌর উদ্যানের শতবর্ষী গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন  টাঙ্গাইলে পারিবারিক কলহে পিতাকে পিটিয়ে আহত করেছে ছেলে সিরাজগঞ্জে পুলিশের উপর হামলা, মদ ও অস্ত্রসহ আ.লীগ নেতার স্ত্রী আটক
টাঙ্গাইল জেলা ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে জশনে জুলুছ অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে জশনে জুলুছ অনুষ্ঠিত

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহ আলায়হি ওয়াসাল্লাম ও জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে এর আয়োজন করা হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী।

প্রধান আলোচক ছিলেন সরকারি সা’দত কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ হুমায়ূন কবীর আল কাদরী। সম্মানিত মেহমান ছিলেন আহমাদাবাদ শরীফ করটিয়ার পীর সাহেব আলহাজ্ব শাহ্ সুফী সাইফুল্লাহিল ক্বাতেয়ী, আহমাদাবাদ দরবার শরীফ বুহুলী টাঙ্গাইলের পীর সাহেব আলহাজ্ব শাহ্ সুফী ক্বারী মাওলানা হাবিবুল্লাহ আল আহমাদি।

জেলা ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন কমিটি ও গাউসিয়া কমিটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল হাই এর সভাপতিত্বে বিশেষ আলোচক ছিলেন দেলদুয়ার আলালপুর ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ¦ মাওলানা শাহ সুফি আব্দুল ওহাব সিরাজী,টাঙ্গাইল পিচুরিয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব শাহ সুফি আহমাদ আলী, টাঙ্গাইল সরকারি এম এম আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খন্দকার আরিফ মাহমুদ, সরকারি সা’দত কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল মালেক আনসারী। আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মোর্শেদ আলম মাসুদের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু মোহাম্মদ এনায়েত করিম, বাঘিল কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নি মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান, সরকারি এম এম আলী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মুহাম্মদ মাহবুবুর রহমান, সরকারি সা’দত কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশেকুল হাসান, বাঘিল কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নি মাদ্রাসার সুপার হাফেজ মাও. মো. মোজাম্মেল হক জালালী প্রমুখ।

সার্বিক তত্ত্বাবধান ও মোনাজাত পরিচালনা করেন টাঙ্গাইল হাজিবাগ দরবার শরীফের আলহাজ্ব অধ্যাপক মুহাম্মদ আব্দুল কদ্দুস খসরু।
এর আগে বেলা ১১টায় আয়োজকদের পক্ষ থেকে জশ্নে জুলুছ (আনন্দ র‌্যালি) শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840